দৌলতদিয়া যৌনপল্লী থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে আজ শনিবার দুপুরে লিপি (২২) নামের এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
থানা সূত্র জানায়, দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে মজি ফকিরের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে যৌন ব্যবসা করতেন লিপি। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে তিনি তাঁর কক্ষে ঘুমাতে যান। আজ শনিবার বেলা ১২টা বাজলেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা কক্ষের দরজা ভেঙে ফেলেন। এ সময় দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লিপি ঝুলে আছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।