খাগড়াছড়িতে সম্প্রীতি মেলা
খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য শান্তি ও সম্প্রীতির মিলনমেলার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। আজ শনিবার সকালে খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বিচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মিলনমেলার আয়োজন করা হয়।
সকালে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা। এ সময় কারিতাসের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার, কারিতাস আইসিডিপির খাগড়াছড়ির জুনিয়র কর্মসূচি কর্মকর্তা কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন গ্রামের পাহাড়ি-বাঙালিদের উপস্থিতি ও খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। সব ধরনের বিভেদ ভুলে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে শান্তি ও সম্প্রীতি সৃষ্টির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।