টাঙ্গাইলে দুই ‘জঙ্গি’ নিহতের ঘটনায় মামলা
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জঙ্গি’ নিহত হওয়ার ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাতে একই থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় নিহত দুই জঙ্গি ছাড়াও অজ্ঞাত আরো সাত-আটজনকে আসামি করা হয়েছে।
এদিকে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক আবদুস সোবহান জানান, দুই জঙ্গির মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে। আজ সকাল পর্যন্ত নিহত ব্যক্তিদের কোনো স্বজন খোঁজ নিতে আসেননি।
গত শনিবার সকাল ১০টার দিকে শহরের পৌর এলাকা কাগমারায় মির্জামাঠ এলাকায় তিনতলা একটি ভবনে র্যাব অভিযান চালায়। এ সময় জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়।
ঘটনার পরপর তিনতলা ওই ভবন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন। ঘটনাস্থলে বোমা ডিসপোজাল টিম আসার পর ওই ভবনের তিনতলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করেন।
র্যাব জানায়, কাগমারা মির্জামাঠের পাশে আজাহারুল ইসলামের বাড়িতে গত ২৭ সেপ্টেম্বর জঙ্গিরা ছাত্র পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। সারা দেশে জঙ্গি অভিযান চলমান থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই বাড়িতে জঙ্গিরা আস্তানা গড়ে তুলে তাদের কার্যক্রম চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার সকাল ১০টার দিকে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় আল্লাহু আকবর ধ্বনি দিয়ে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়।