যমুনায় ট্রলার ডুবি : সাত যাত্রী জীবিত উদ্ধার
যমুনা নদীর মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদূরে ট্রলার ডুবির সাত যাত্রীকে নৌপুলিশ জীবিত উদ্ধার করেছে। গত রাতে ঝড়ো বাতাসের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রীদের উদ্ধৃতি দিয়ে পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোর্শেদ খাইরুল্লাহ জানান, পাবনা জেলার নগরবাড়ির ঘাট থেকে রাত ৮টার দিকে সাত যাত্রী নিয়ে একটি ট্রলার আরিচা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।
এ সময় ঝড়ো বাতাসে নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ট্রলারটি আরিচা ঘাটের কাছাকাছি এসে ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
যাত্রীরা নদীতে ভাসমান অবস্থায় চিৎকার করতে থাকে। নদী পারের লোকজন তা শুনতে পাওয়ার পর নৌপুলিশকে জানায়। নৌপুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল ও এর আশপাশ থেকে যাত্রীদের জীবিত উদ্ধার করে।
তবে, ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান খাইরুল্লাহ।