গাংনীতে বজ্রপাতে নিহত ২
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরগোয়াল গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান (৬০) ও কাজিপুর গ্রামের বিলকিস আরা (২৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, সকালে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় কয়েকবার বজ্রপাত হয়। আতিয়ার রহমান ও বিলকিস আরা তাঁদের নিজ নিজ বাড়ির বারান্দায় বসে থাকার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।