সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে নজরুল ইসলামের আহ্বান
সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারলেও নিজেদের জান, মাল ও সম্পত্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল করা হচ্ছে উল্লেখ করে সরকারের প্রতি এদের নিরাপত্তা বিধানের আহ্বান জানান তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
বিএনপির এই নেতা বলেন, জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালানোর সময় গ্রেপ্তারের আগেই পুলিশের সঙ্গে গোলাগুলিতে জঙ্গিরা মারা যাচ্ছে। সবাই মারা পড়লে এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে এর প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে না। জঙ্গিবাদ সমূলে উৎপাটন হোক এটা যেমন চাওয়া, তেমনি এর পেছনে যারা আছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন।
মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপে নজরুল ইসলাম খানকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা ও কুমুদিনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার। এ সময় নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের পাঠানো শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ফুলের তোড়া রাজীব প্রসাদ সাহার হাতে তুলে দেন।
এ সময় বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান ও অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সম্পাদক জুলহাস মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।