কলাপাতায় প্রসাদ খেলেন ভারতীয় হাইকমিশনার
শারদীয় দুর্গোৎসবে টাঙ্গাইলে গিয়ে কলাপাতায় পূজার প্রসাদ খেয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
আজ মঙ্গলবার জেলার মির্জাপুরে সাহাপাড়ায় প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়িতে শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন হাই কমিশনার। এ সময় কলাপাতায় তাঁকে প্রসাদ দেওয়া হয়। এতে ছিল পায়েস, নাড়ু, লাবড়া (খিচুরি) প্রভৃতি।
দুর্গাপূজার প্রতিমা পরিদর্শন শেষে হর্ষবর্ধন সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরধারীর কারণে সারা দেশে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন হওয়ায় আমি মুগ্ধ হয়েছি।’
হাইকমিশনার বলেন, ‘দানবীর রণদা প্রসাদ সাহা ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক এবং মানবকল্যাণে তিনি কাজ করে গেছেন। তাঁর সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও কলেজ এবং ভারতেশ্বরী হোমস তার অনন্য দৃষ্টান্ত। যেখানে দেশের নারী সমাজ শিক্ষা লাভ করে আসছে। এখানকার ছাত্রীদের সংস্কৃতি চর্চা, খেলাধুলা, নিয়মঙ্খলা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান দেখে আমি সত্যি মুগ্ধ।’
এ সময় ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব রাজেস উইবিং, রঞ্জন মণ্ডল, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রী মতি সাহা, হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মেডিকেল সুপার ডা. প্রদীপ কুমার রায়, উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. এম এ হালিক, নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রিনা ক্রুস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. সানাউল হক, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।