মধ্যবর্তী নির্বাচন দিলে অবরোধ প্রত্যাহার : হাফিজ উদ্দিন
বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিলে ২০ দলীয় জোট অবরোধ প্রত্যাহার করার কথা চিন্তা ভাবনা করবে।
আজ শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাফিজ উদ্দিন এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘তিনি কি গ্রেপ্তার? তিনি কি অবরুদ্ধ? তাহলে কেন নামধাম লিখে পুলিশের কাছে নিজের পরিচয় দিয়ে তাঁর অফিসে যেতে হবে? কেন তিনি অফিস থেকে বের হতে পারছেন না। কেন দলীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ‘সরকার মিথ্যাচার করে যাচ্ছে যে তিনি অবরুদ্ধ নন। আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করছি যেখানে পুলিশ অফিসাররা রাজনীতিবিদের মতো কথা বলেন, আর রাজনীতিবিদরা পুলিশ অফিসারের মতো কথা বলেন।’
এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, ‘সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করলে তখন ২০ দলীয় জোট অবরোধ প্রত্যাহার করার বিষয়ে চিন্তা ভাবনা করবে। নির্বাচনী পন্থা নিয়ে আমরা আলাপ-আলোচনা করতে পারি।’