গ্রামে বেশি উন্নয়ন প্রয়োজন : রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘আমাদের গ্রামে সবচেয়ে বেশি মানুষ বাস করে থাকে। সেখানে সবচেয়ে বেশি উন্নয়ন প্রয়োজন।’
আজ রোববার বিকেলে ময়মনসিংহ সদরের দাপুনিয়া স্কুল মাঠে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে রওশন এরশাদ এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের জাতীয় পার্টির সরকারের আমলে একটা স্লোগান ছিল ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমাদের সবাই তো গ্রামের। আমাদের স্কুল-কলেজ অনেক দিন অবহেলিত রয়ে গেছে। সেগুলো উন্নয়নের জন্য আমি চেষ্টা করছি। মাদ্রাসা, মসজিদ, স্কুল-কলেজ পর্যায়ক্রমে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলো আসে। এখন আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিটা স্কুল, প্রতিটা মাদ্রাসা প্রতিটা জায়গায় উন্নয়নের ছোঁয়া দিতে। অনেক প্রতিষ্ঠান অবহেলিত আছে। স্কুলগুলো, মাদ্রাসাগুলো ভালো না থাকলে শিক্ষার্থীদের মন বসে না। একটা ভালো প্রতিষ্ঠান হলে সুষ্ঠু পরিবেশ হলে বাচ্চারা উৎসাহিত হবে পড়ার জন্য। আমি তাই চেষ্টা করছি কয়েকটা স্কুলে বিল্ডিং করার জন্য। রাস্তাগুলো পাকা করার জন্য এবং পানির জন্য। অনেক স্কুলে দেখা যায়, পানি খাওয়ার ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই।’
সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফকরুল ইমাম, সালাহ উদ্দিন মুক্তি, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, জাতীয় ছাত্রসমাজের ওয়াহিদুজ্জামান আরজু প্রমুখ। উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জান প্রমুখ।
রওশন এরশাদ এর আগে প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত দাপুনিয়া- মনতলা ভায়া শস্যমালা পাকা সড়ক উদ্বোধন করেন।