মঠবাড়িয়ায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মঠবাড়িয়ার শহীদ মিনার চত্বরে মঠবাড়িয়া সচেতন নাগরিক মঞ্চের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মঠবাড়িয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, মঠবাড়িয়া সচেতন নাগরিক মঞ্চের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মঠবাড়িয়াকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হলেও এর সুযোগ-সুবিধা থেকে নাগরিকরা বঞ্চিত। বর্তমানে পৌর কর অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। বাড়তি কর কমিয়ে সহনশীন করার দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে মঠবাড়িয়া সচেতন নাগরিক মঞ্চের নেতারা পৌর সচিব হারুন-অর-রশিদের কাছে ৩১ অক্টোবরের মধ্যে পৌর কর কমানোর দাবি জানিয়ে স্মারকলিপি দেয়।