মানবপাচারের অভিযোগে চুয়াডাঙ্গায় যুবক গ্রেপ্তার
শতাধিক গ্রামবাসীকে অবৈধভাবে সাগরপথে পাচারের অভিযোগে চুয়াডাঙ্গার সদর উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে থানায় মামলা রয়েছে।
আজ রোববার সকাল ১০টায় উপজেলার ছোটশলুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিপুল হোসেন ওরফে বিপ্লব (২৮) এই গ্রামেরই বাসিন্দা।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী এনটিভি অনলাইনকে জানান, বিপুল দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকা থেকে নিরীহ গ্রামবাসীদের প্রলোভন দেখিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাঠাত। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগে তিনটি মামলাসহ অর্ধশত অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল পাচার হয়ে যাওয়া ৩০ জনের নাম-ঠিকানা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে দাবি করেছেন এসআই সেকেন্দার আলী। তিনি আরো জানান, বিপুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । অভিযান শুরু হয়েছে এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য।