পিরোজপুরে ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কঁচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চলে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় এসব জাল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদ উজ্জামান ও জেলা মৎস্য কর্মকর্তারা।