এমপি রানার বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।
আজ শনিবার দুপুরে স্থানীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার উল আলম শহীদ, সেলিম তালুকদার, আবদুর সবুর খান বীরবিক্রম, ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ফারুক আহমদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীও ছিলেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, খান পরিবারের হাতে তিনি নির্মমভাবে হত্যা হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু হত্যা এবং রাজাকারদের হত্যার বিচার করতে পারেন, তাহলে তিনি অবশ্যই মুক্তিযোদ্ধা ফারুক হত্যারও বিচার করবেন।
এ সময় জেলা ও উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।
মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে আসামি করে মামলা করা হয়। আমানুর রহমান খান রানা বর্তমানে জেলহাজতে রয়েছেন।