টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জঙ্গি হামলায় দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম নাজমুল হাসান ওরফে শাকিল। বাড়ি জেলার কালিহাতী উপজেলার রাজাবাড়ী দক্ষিণপাড়া গ্রামে।
নাজমুলের বিরুদ্ধে নিখিল হত্যায় জড়িত জঙ্গিদের কাছে বাসা ভাড়া দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, নাজমুলকে শুক্রবার রাতে কালিহাতীর এলেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পরবর্তীকালে শুনানি শেষে রিমান্ডের ব্যাপারে আদেশ দেবেন। নাজমুলকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে জঙ্গিরা নিখিল চন্দ্র জোয়ার্দার নামের এক দর্জিকে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার হওয়া নাজমুলদের বাড়িতে ভাড়া থেকেই জঙ্গিরা এই হত্যাকাণ্ড চালান। এ ছাড়া এই বাসায় বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গিরা অবস্থান করে বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়েছে।