খেলতে খেলতে পঞ্চম তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় পঞ্চম তলা থেকে পড়ে সৈয়দ সালমান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সালমান জেলার কালিহাতী উপজেলা পাঠন গ্রামের বাসিন্দা গাড়ির ব্যবসায়ী সৈয়দ রানার ছেলে। তারা সাবালিয়া এলাকায় আনিসুর রহমানের সাততলা ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আজ দুপুরে সৈয়দ রানার শিশু ছেলে সৈয়দ সালমান খেলতে খেলতে পঞ্চম তলার বারান্দায় চলে আসে। বারান্দায় গ্রিলের নিচে ফাঁকা থাকায় সে পঞ্চম তলা থেকে নিচে পড়ে যায়। এ সময় স্বজনরা গুরুতর অবস্থায় সালমানকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে মাতম।