পিরোজপুরে পিডিবিএফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় পিরোজপুর বাইপাস সড়কের পিডিবিএফ অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন পিডিবিএফ পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক শামীম আরা স্বপ্না, ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, মোরেলগঞ্জ অঞ্চলের মাঠ কর্মকর্তা মো. শাহ নেওয়াজসহ কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পিডিবিএফ বাংলাদেশ সরকার কর্তৃক আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গত ১৫ বছরে পিডিবিএফ পল্লী অঞ্চলের সুবিধাবঞ্চিত ৪০০টি উপজেলায় ১০ লক্ষাধিক দারিদ্র্য জনগোষ্ঠীর মধ্যে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় পিরোজপুর অঞ্চলের ১৫টি উপজেলায় ৬৬ হাজার ৮৪৭ জন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৩৬ হাজার ৭২৮ জনকে ৬৬৪৬.৯৬ কোটি টাকা ঋণ বিতরণ করছে। কিন্তু বর্তমানে অর্থ আত্মসাৎ করার অপরাধে চাকরিচ্যুতি কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মিলে পিডিবিএফ সম্পর্কে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। বক্তারা এসব মিথ্যা, বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।