গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা, শিশুসহ নিহত ৫
গাইবান্ধার তুলসীঘাট এলাকায় ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা হামলায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে ৪০ জন। গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নাপু পরিবহনে এই পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী পরিবহনটি জেলা সদর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পথে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে তুলসীঘাট এলাকায় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এলে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান দুজন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘটে আরো দুজনের।
আহত ব্যক্তিদের প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) আবু হানিফ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
গাইবান্ধার পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের শনাক্ত করে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
ঘটনাস্থলে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।