মানিকগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, ছাত্রী আহত
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামরা উত্তরখণ্ড গ্রামে বজ্রপাতে রফিকুল ইসলাম রফিক (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রফিক ওই গ্রামের মো. আবদুল রউফের ছেলে। সে বাঁচামরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বজ্রপাতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার (১৩) আহত হয়েছে। তার বাবার নাম রেজাউল করিম। সে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
স্বজনদের উদ্ধৃতি দিয়ে বাঁচামরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, সাড়ে ৭টার দিকে রফিক ও মাহফুজা নিজ বাড়ির দুয়ারে দাঁড়িয়ে ছিল। এ সময় এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দুয়ারে বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হয়। স্বজনরা তাদের পার্শ্ববর্তী ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, বিষয়টির খোঁজ নিতে পুলিশ পাঠানো হচ্ছে।