অর্ধেকেরও বেশি শ্রমিক বিদেশ যায় দালালের মাধ্যমে
বাংলাদেশে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে। অথচ এদের অর্ধেকেরও বেশি বিদেশ যায় দালালদের মাধ্যমে। আর সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যেতে পারেন শতকরা দুই ভাগেরও কম শ্রমিক।
মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গবেষকরা জানান, শতকরা ১৯ ভাগ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। গত তিন বছরে বাংলাদেশের ২৩ জন শ্রমিক যাত্রাপথে প্রাণ হারিয়েছেন, আর খোঁজ পাওয়া যায়নি ৩৯ জনের।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অবৈধভাবে বিদেশ যাওয়া ঠেকাতেও তৎপর আছে সরকার।
নিজের বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে বাংলাদেশের অভিবাসন নিয়ে যারা চোখ-কান খোলা রেখেছে, এই ব্যবসায়ী সম্প্রদায়ের অনেক বিরাগভাজন হতে হয়েছে সরকারকে। বাংলাদেশের সরকার এই বিষয়গুলো নিয়ে কখনোই কম্প্রোমাইজ নিকট অতীতে করেনি, বর্তমানেও করছে না এবং জননেত্রী সরকারের কেউ করবেও না বলে আমি সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারি।’
গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান, মানুষের জন্য ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অভিবাসন বিশেষজ্ঞ ড. তাসনীম সিদ্দিকী প্রমুখ।