টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি
টাঙ্গাইলে মিটার রিডার, ম্যাসেঞ্জারদের চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির মাঠপর্যায়ের কর্মচারীরা।
আজ সোমবার সকাল থেকে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও মিটার রিডার, ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।
এ সময় টাঙ্গাইল জেলা ও উপজেলার মাঠপর্যায়ের কর্মচারীরা উপস্থিত থেকে আন্দোলনে যোগ দেন। তিনদিনব্যাপী কর্মবিরতির আজ দ্বিতীয় দিন।
আন্দোলনকারীরা জানান, কোনো প্রকার নোটিশ ছাড়াই কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।