গাইবান্ধায় পেট্রলবোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ৮
গাইবান্ধায় পেট্রলবোমা হামলায় হতাহতের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি।
জেলার তুলসীঘাট এলাকায় ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা হামলায় শিশুসহ পাঁচজন নিহত হয়। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ীতে দুই ট্রাকে আগুন
গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।