ভাণ্ডারিয়ায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের প্রধান সড়কের পোনা নদীর তীরের ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার পিরোজপুর জেলার সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আসসাদিক জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পোনা নদী দখল করে গড়ে তোলা বাসাবাড়ি ও খাবার হোটেল উচ্ছেদ করে সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনার সময় পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।
পরে ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, স্থানীয় কতিপয় দখলদার শহরের পোনা নদীর তীর দখলে নিয়ে অবৈধভাবে পাইলিং করে স্থাপনা গড়ে তোলে। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়।
অবৈধ স্থাপনা অপসারণে কয়েক দফা নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে সাড়া দেননি দখলদাররা। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং তা অব্যহত থাকবে।