বান্দরবানে গাছের ডাল ভেঙে স্কুলছাত্রীর মৃত্যু
বান্দরবানে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নে সূয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম ভূমিকা তঞ্চঙ্গ্যা (৭)। সে সূয়ালক বঙ্গপাড়ার বাসিন্দা সজল কান্তি তঞ্চঙ্গ্যার মেয়ে।
সূয়ালক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সবুর জানান, ভূমিকা আজ দুপুরে বিদ্যালয়ের বাইরে খেলাধুলা করছিল। এ সময় ঝড়ো হাওয়ায় বিদ্যালয়ের পাশের গাছের ডাল ভেঙে ভূমিকার মাথায় পড়ে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে মাথায় পড়লে আঘাত পেয়ে শিশু ছাত্রীর মৃত্যু হয়।