এসএসসি : বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের মধ্যেই শুরু হয়েছে এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। আজ শনিবার সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষা শুরুর আগে থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের সামনে দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এসএসসি পরীক্ষায় নিরাপত্তায় ঢাকা ১৬ প্লাটুন ও ঢাকার বাইরে ১৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, অবরোধের মধ্যে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। হরতালের মধ্যে রোববার ও বুধবার দুটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হরতাল ডাকার পর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলো।