মির্জাপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশনের কাছে আজ বুধবার রাতে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনা অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে ছেড়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ অবস্থায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনাঞ্চলের ট্রেন চলাচল আপতত বন্ধ রয়েছে।
ইসমাইল হোসেন আরো জানান, পেছনের লাইনচ্যুত হওয়া বগিটি রেখে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। তবে বগি আটকে থাকায় মূল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।