ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল শুরু
আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ রুটে দ্বিতীয় লেন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশনের কাছে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইলের মহেড়া স্টেশন মাস্টার মাসুম মল্লিক জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছলে হঠাৎ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ অবস্থায় দুটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মূল লাইনে বগিটি আটকে যাওয়ায় রাত সাড়ে ১১টার দিকে পাশের দ্বিতীয় লাইন দিয়ে তিস্তা এক্সপ্রেস নামে অপর একটি ট্রেন স্টেশন পার হয়ে যায়। এর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।