বিএনপি নেতা সোহেলের মুক্তির দাবিতে রংপুরে চলছে হরতাল
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে রংপুরে অর্ধদিবস হরতাল চলছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে বলে রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
হরতালেও রংপুরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন।