টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন ২৬ নভেম্বর
টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন আগামী ২৬ নভেম্বর। জেলার যেসব উপজেলা ও পৌর ইউনিটে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি সেসব ইউনিটে ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
আজ বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আজ বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টাঙ্গাইল জেলার বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
বৈঠকে টাঙ্গাইল জেলার তৃণমূল পর্যায়ের বিএনপির ইউনিটগুলোর পুনর্গঠনের অগ্রগতি, রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। টাঙ্গাইল জেলার যেসব উপজেলা ও পৌর ইউনিটে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি সেসব ইউনিটে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ২৬ নভেম্বর টাঙ্গাইল জেলার সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আহমদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লুৎফর রহমান খান আজাদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদ ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, লুৎফল মতিন, অ্যাডভোকেট খালেদা পান্না, অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব, সাঈদ সোহরাব, শামসুজ্জামান সুরুজ, এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।