টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিবাদ
গণমাধ্যমে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক লিখিত বক্তব্যে বলেন, ‘সম্প্রতি টাঙ্গাইলের বিশেষ মহলের কিছু ঘটনা গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। এতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে পরিকল্পিতভাবে দলের প্রতীক ‘গামছা বাহিনী’ নাম করে সংবাদ প্রচার করা হয়। কৃষক শ্রমিক জনতা লীগে ‘গামছা বাহিনী’ বলে কোনো অস্তিত্ব নেই। গামছা আমাদের দলীয় প্রতীক। এ ছাড়া সংবাদে যাদের ‘গামছা বাহিনী’ বলে প্রচার করা হয় তারা কেউই কৃষক শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়।’
লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক আরো উল্লেখ করেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তমের জন্মভূমি টাঙ্গাইলে। সেহেতু দলের ওপর প্রচারিত সংবাদ প্রচারের কারণে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হওয়া অবান্তর নয়। এটিকে অত্যন্ত নিন্দনীয়, আপত্তিকর ও বেআইনি বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।