পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুজন নিহত
পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারসংলগ্ন টেক্সটাইল মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাইউম ফকির (২৫) ও সুমন খান (২৪)। তাঁদের মধ্যে কাইউম ফকির জেলার কলাখালী এলাকার ইসমাইল ফকিরের ছেলে। আর সুমন খান শিকদার মল্লিক ইউনিয়নের খালবুনিয়া এলাকার মোশাররফ খানের ছেলে।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাসনাইন পারভেজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ সকালে কলাখালী থেকে আসা একটি মোটরসাইকেল পাঁচপাড়া বাজারের কাছে টেক্সটাইল মোড় ঘুরে নাজিরপুরে যাচ্ছিল। এ সময় শিকদার মল্লিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কলাখালী থেকে আসা মোটরসাইকেলের চালক কাইউম ঘটনাস্থলেই নিহত হন। আর সুমন পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী পিরোজপুরের শিকদার মল্লিক এলাকার নাইম খান ও সজীব খান গুরুতর আহত হন। তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।