মেহেরপুরে গণপিটুনিতে একজন নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামে গণপিটুনিতে নাজিম উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর শাশুড়ি রহিমা খাতুন (৬২)। আজ মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নাজিম উদ্দীন কয়েক দিন আগে বাদিয়াপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়ি যান। পরে আজ ভোরে পার্শ্ববর্তী মহব্বতপুর গ্রামের পাহারাদাররা তাঁকে চোর সন্দেহে গণপিটুনি দেয়।
তাঁকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন শাশুড়ি রহিমা খাতুন। পরে পুলিশ আহত জামাই ও শাশুড়িকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে সকাল পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
বাদিয়াপাড়া গ্রামের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, বাদিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে গরু চুরি করতে গেলে নাজিম উদ্দীন ও তাঁর শাশুড়িকে গণপিটুনি দেওয়া হয় বলে এলাকার লোকজন তাঁকে জানিয়েছেন।
তবে নিহত নাজিম উদ্দীনের স্ত্রী শাহিনা খাতুনের অভিযোগ, তাঁর মানসিক প্রতিবন্ধী ভাই জুয়েলকে খুঁজতে বাড়ি থেকে বের হলে স্বামী ও তাঁর মাকে গণপিটুনি দেওয়া হয়। পূর্বশত্রুতার জের ধরে গ্রামের ইলিয়াছ হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানিয়েছেন।