টাঙ্গাইলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাজাপ্রাপ্ত নেতার মৃত্যু
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাজাপ্রাপ্ত নেতা আবু জাফর (৫১) মারা গেছেন। গতকাল শনিবার রাতে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আবু জাফরের বাড়ি সদর উপজেলার খোদ্দযুগনী এলাকায়। তিনি এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন।
টাঙ্গাইলের জেল সুপার মঞ্জুর হোসেন জানান, একাধিক হত্যা মামলার আসামি আবু জাফর ২০০৪ সালের ১৭ অক্টোবর গ্রেপ্তার হন। এর পর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। দুটি মামলায় তাঁর ৬০ বছরের সাজা হয়েছিল।
মঞ্জুর হোসেন জানান, গতকাল বিকেলে আবু জাফর অসুস্থ হয়ে পড়লে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।