টাঙ্গাইলে পিকআপচাপায় একজন নিহত
টাঙ্গাইলের মির্জাপুরের আছিমতলা নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের আছিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেখানে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় তিনজন।
পরে স্থানীয় বাসিন্দরা আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি।