টাঙ্গাইলে সহপাঠীর হাতে কলেজছাত্র খুন!
টাঙ্গাইলের কালিহাতীতে সহপাঠীর হাতে কলেজছাত্র মোহাম্মদ আল আমিন (১৬) খুন হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজের বাইরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চান মাহমুদকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনই ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, শনিবার সকালে আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দুই ছাত্র খালুয়াবাড়ি গ্রামের আবদুল আলিমের ছেলে আল আমিন ও জোহায়ের গ্রামের জগির উদ্দিনের ছেলে চান মাহমুদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন তার বন্ধুদের নিয়ে চান মাহমুদের মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে ১১টার দিকে চান মাহমুদ লুকিয়ে ধারালো অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ করে। এ সময় সে কলেজ ক্যাম্পাসে আল আমিনকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম জানান, ক্লাস হওয়ার কিছুক্ষণ পরই ক্যাম্পাস থেকে দুজন আল আমিনকে ডেকে নিয়ে যায়। এর ১০ মিনিট পরই চিৎকার শোনা যায়।