একরাম হত্যা : পরবর্তী শুনানি ২ জুন
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে ২৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী আসামিদের এসব আদেশ দেন।
গত বছরের ২৮ আগস্ট পুলিশ ৫৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলমসহ ২৭ জন কারাগারে, ২১ জন পলাতক এবং সাত আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বিএনপির সহযোগী সংগঠন জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী মিনার গ্রেপ্তার অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বছরের ২০ মে সকালে ফেনী শহরের একাডেমি এলাকায় গাড়ির গতিরোধ করে একরামকে কুপিয়ে, গুলি করে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামের ছোট ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির জেলা তাঁতী দলের আহ্বায়ক ও ফুলগাজী উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নামসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করেন। পুলিশের তদন্তাধীন মামলার সূত্র ধরে হত্যা মামলার অধিকাংশ আসামিকে র্যাব ঢাকা, চট্টগ্রামসহ ফেনীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে।