চান্দিনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার চান্দিনা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার হারং গ্রামের ভূঁইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো হারং গ্রামের পল্লীচিকিৎসক মুস্তাফিজুর রহমানের ছেলে সিয়াম (৫) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য জয়নাল আবেদিনের ছেলে সানি (৪)।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, দুপুরে শিশু দুটি একসঙ্গে খেলা করছিল। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
এ সময় চারু মিয়ার পুকুরে এক নারী স্নান করতে নামলে তাঁর পায়ে একজন শিশুর স্পর্শ লাগে। পরে আশপাশের লোকজন এসে শিশু দুটি উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশু দুটির অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।