বরগুনা বিএনপি নিয়ে প্রতিবেদন, পত্রিকায় আগুন
বরগুনা জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করার অভিযোগ এনে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী এ অগ্নিসংযোগ করেন।
বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন বলেন, গত ২২ অক্টোবর দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় ‘বরগুনায় বিএনপিতে নতুন নেতৃত্ব চায় তৃণমূল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বরগুনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন প্রতিবেদক। এ ছাড়া বিগত দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা কখনই মাঠে ছিলেন না- এমন নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে তিনি যে সংবাদ পরিবেশন করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
অগ্নিসংযোগের সময়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে দৈনিক নয়াদিগন্তের বরগুনা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়ার সমালোচনা করে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু বলেন, গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে খোলস পাল্টিয়ে তিনি কখনো আওয়ামী লীগ নেতার সঙ্গে আবার কখনো স্থানীয় বিএনপির কয়েকজন নিষ্ক্রিয় নেতার সঙ্গে আঁতাত করে বরগুনায় অপসাংবাদিকতার মাধ্যমে চাঁদাবাজি ও প্রতারণা করে যাচ্ছেন। বরগুনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকরা গোলাম কিবরিয়ার এসব চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি।
জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন জানান, মাস খানেক আগেও বরগুনার চরকলোনি এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারাগারে গিয়েছিলেন দৈনিক নয়াদিগন্তের বরগুনা প্রতিনিধি গোলাম কিবরিয়া। তিনি আরো বলেন, সরকারবিরোধী আন্দোলনের কারণে দক্ষিণাঞ্চলের মধ্যে বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি হামলা-মামলা ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। অথচ নয়াদিগন্তের ওই প্রতিবেদনে বরগুনা জেলা বিএনপিকে নিষ্ক্রিয় হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই জেলা বিএনপি ও এর জ্যেষ্ঠ নেতাদের হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় নিষ্ক্রিয় নেতাকর্মীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি এমন মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন।
পত্রিকায় অগ্নিসংযোগ করার সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম শফিকুজ্জমান মাহফুজ, স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ছগীর, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু প্রমুখ।
দৈনিক নয়াদিগন্তে বরগুনার বিএনপি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাকে ভিত্তিহীন উল্লেখ করে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, ‘চরিত্রহীনতা, অপসাংবাদিকতা ও চাঁদাবাজির দায়ে স্থানীয় জনতার হাতে একাধিকবার লাঞ্ছিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের বরগুনা প্রতিনিধি গোলাম কিবরিয়া। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নামে প্রকাশ্যে চাঁদাবাজি করে বেড়ায় যে সাংবাদিক তাকে কী করে দৈনিক নয়াদিগন্ত এখনো বহাল রেখেছে তা আমাদের বোধগম্য নয়।’