বেতনের দাবিতে বাকৃবি প্রশাসনিক ভবনে তালা
এপ্রিল মাসের বেতনের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে সমাবেশ করেছেন কর্মচারীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক ও তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি আইনুল হকের নেতৃত্বে কর্মচারীরা দুই ভবনে তালা লাগিয়ে ক্যাম্পাসের আমতলায় প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
পরে বেলা ৩টার দিকে তালা খুলে দেন কর্মচারীরা। কাল বৃহস্পতিবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সমাবেশে সমিতির নেতারা জানান, ৭ মার্চ উপাচার্য রফিকুল হক পদত্যাগ করেন। এরপর আর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হয়নি। তাঁরা মার্চ মাসের বেতন পেলেও এপ্রিল মাসের বেতন এখনো পাননি। বেতনের দাবিতে তাই তাঁরা আন্দোলনে নেমেছেন। আজকের মধ্যে বেতনের সুরাহা না হলে কঠোর আন্দোলনের ডাক দেবেন তাঁরা।