মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরে গ্রেপ্তার ৩
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের আকরাম হোসেন, চিংড়া গ্রামের ওজিয়ার মোড়ল ও নেহালপুর গ্রামের বিল্লাল হোসেন।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে আজ বুধবার ভোরে পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুরের আগেই তাঁদের মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই তিনজনসহ মোট ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা যশোরে পৌঁছায় বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কেশবপুর থানার পুলিশ ও ডিবি পুলিশ মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।