ময়মনসিংহে অপহরণ মামলায় আটজন গ্রেপ্তার
ময়মনসিংহে অপহরণের মামলায় আট নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল থেকে তিনটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর হলেন ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকার ফারুক (৩২), ফুলপুর থানার দেউলা এলাকার আবদুল কাদির (৬৫), ফারুক (৪৮), ফরহাদ (৩৮), সাইফুল (২২) এবং গাজীপুর জেলার হোতাপাড়া মণিপুর এলাকার বাসিন্দা রূপচান আলী (৩২), বাবুল মিয়া (৪০) ও তাঁর স্ত্রী তাহমিনা (২৫)।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, গত ১৯ এপ্রিল অপহরণকারীরা বনানীর মান্নান গ্লাস হাউসের ব্যবসায়ী বেলাল ও রুবেলকে থাই গ্লাসের একটি কাজ দেওয়ার কথা বলে তারাকান্দায় এনে আটক করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তাঁরা।
এ ঘটনায় অপহৃত বেলালের ভাই মিজানুর রহমান লিটন গত ২১ এপ্রিল তারাকান্দা থানায় একটি অপহরণ মামলা করেন। এই মামলার সূত্র ধরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বড় বাজার এলাকা থেকে অপহরণকারীদের হোতা ফারুককে (৩২) আটক করে। পরে তাঁর জবানবন্দি অনুয়ায়ী তারাকান্দা থানার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এলাকা থেকে আবদুল কাদির, ফারুক, ফরহাদ ও সাইফুলকে আটক করে।
একই ঘটনায় পরে গাজীপুরের হোতাপাড়া মণিপুর এলাকার বাসিন্দা রূপচান আলী, বাবুল মিয়া ও তাহমিনাকে (২৫) আটক করা হয় বলে জানান এসআই মনিরুজ্জামান। তিনি আরো জানান, এ সময় ফারুকের কাছ থেকে একটি মোবাইল ও সাতটি সিমকার্ড উদ্ধার করা হয়।
ব্যবসায়ী বেলাল জানান, ‘আমি থাই গ্লাসের কাজ করি। কিছুদিন আগে অপহরণকারীরা বলে, তারাকান্দায় একটি কাজ আছে। আগে আপনাদের কাছ থেকে অনেক থাই নিয়েছি। এ ঘটনার ১৫-২০ দিন পর আমরা তারাকান্দায় আসি। পরে বাসস্ট্যান্ড থেকে একজন আমাদের রিকশায় করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাদের আটকে রেখে মুক্তিপণ আদায় করে।