লক্ষ্মীপুরে রানীক্ষেত রোগে দুই হাজার কবুতরের মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে রানীক্ষেত রোগে প্রায় দুই হাজার কবুতরের মৃত্যু হয়েছে। গত এক মাসে এ রোগ উপজেলার চরকাদিরা, ফলকন, জাঙ্গালিয়া, চরমার্টিন, লরেন্সসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
চরফলকন গ্রামের সাহাব উদ্দিন হেনজু বলেন, এ রোগে আক্রান্ত হয়ে তাঁর ২৫টি বিভিন্ন প্রজাতির কবুতরের মৃত্যু হয়েছে।
একই গ্রামের জয়নাল আবেদীন জানান, দুই সপ্তাহে তাঁর ২০টি কবুতার মারা গেছে। এতে তাঁর প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
খোঁজ নিয়ে গেছে, এ ছাড়া চরমার্টিন গ্রামের মোসলেহ উদ্দিন, সাহেবের হাট এলাকার তাজল মিয়া, ফলকন গ্রামের ইব্রাহিম হুজুর, তোরাবগঞ্জ এলাকার আরিফ, জাঙ্গালিয়া গ্রামের মাসুদের পালন করা কবুতর মারা গেছে।
কমলনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফ মঈন উদ্দিন এনটিভিকে বলেন, রানীক্ষেত রোগে উপজেলায় প্রায় দুই হাজার কবুতরের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।