নাটোরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নাটোরের সিংড়ায় গৃহবধূ আসমা বেগমকে হত্যার দায়ে স্বামী হাসানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, পোশাককর্মী আসমার সঙ্গে হাসানের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ১৪ জুলাই রাতে সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামে নিজ বাড়িতে হাসান আসমাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে লাশটি বাড়ির পাশে একটি গাছে ঝোলানোর সময় এলাকাবাসী তাঁকে ধরে ফেলে।
এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।