টাঙ্গাইলে তরুণকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকায় ফরিদ (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি।
ফরিদ বানিয়াফৈর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকার একটি স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত কয়েকজন যুবকের সঙ্গে ফরিদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ওই যুবকদের হামলার শিকার হয় ফরিদ। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।