বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, উপজেলার বুড়িমারী রেলওয়ে কলোনিপাড়ার অন্তর ইসলাম (২৭) একজন গরু ব্যবসায়ী ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি বলেন, অন্তরসহ একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী যখন সীমান্ত পিলার ৮৪৩ দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছিল, তখন পশ্চিমবঙ্গের কুচবিহারে চ্যাংড়াবান্দা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অন্তর নিহত হন। অন্তরের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে একটি চিঠি দিয়েছে বিজিবি। একই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান হায়াতি।