মেহেরপুরে স্ত্রী খুনের অভিযোগ
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে স্ত্রী পারভীনা খাতুনকে (২২) খুন করার অভিযোগ পাওয়া গেছে স্বামী আহম্মদ আলীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এলাকাবাসীর বরাত দিয়ে জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ি প্রায়ই পারভীনার ওপর নির্যাতন চালাতেন। আজ সকালে গাঁজা কেনার টাকা চাইলে আবারো কলহ সৃষ্টি হয়। কলহের একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে স্বামী আহম্মদ আলী। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বামী আহম্মদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।