নকল সীমান্ত পিলার ও চুম্বকের মূর্তিসহ নাটোরে তিনজন আটক
নাটোরের বাগাতিপাড়া থেকে নকল সীমান্ত পিলার, চুম্বকের তৈরি একটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার হিজলী দিয়ারপাড়ার আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানান, অভিযানে দিয়ারপাড়ার ওই বাড়ি থেকে ব্রিটিশ আমলের একটি নকল সীমান্ত পিলার, চুম্বকের তৈরি একটি মূর্তি এবং মূর্তি বানানোর কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বাড়ির মালিক আব্দুর রহিমকে। আটকের পর তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মূর্তি তৈরির অপর দুই সহযোগী আব্দুল হালিম ও শাহজাহান সিরাজকে আটক করা হয় ।
মিজানুর রহমান আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরেই প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।