ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন (৩২) উপজেলার মাইলমারী গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাশেম খান জানান, ভাটই বাজার থেকে টেম্পোতে চড়ে শাহিন ঝিনাইদহে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় টেম্পোটি রাস্তার পাশে উল্টে যায়। এতে গুরুতর আহত হন শাহিন। উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।