গাইবান্ধায় সাবেক সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আবদুস সবুর প্রামাণিক (৪৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের একটি বাগান থেকে সবুরের লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুস সবুর প্রামাণিক ওই গ্রামের হাজি মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আবদুস সবুরকে বাড়ি থেকে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন ডেকে নিয়ে যায়। তারপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।
আজ সকালে নিজ বাড়ির সামনে এক ব্যক্তির বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের গলা ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে বলেও ওসি জানান।