বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল : ইমাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশ আজকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে।
আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক অনুষ্ঠানে এ কথা বলেন এইচ টি ইমাম। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সদ্য সমাপ্ত কাউন্সিলে সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এইচ টি ইমাম প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমরা আজ ২০২১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখছি, বঙ্গবন্ধুও সেই স্বপ্ন দেখেছিলেন। ১৯৭৫ সালে পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তাদের বিচার এ দেশের মাটিতে হয়েছে। যারা একাত্তরে গণগত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারও হয়েছে এবং হচ্ছে।’
বিএনপির সমালোচনা করে এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশে হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতি করেছে। তারা বিদেশে অর্থপাচার করেছে। এখন বিএনপি নেত্রী খালেদা জিয়া পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেন।
সংবর্ধিত সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশ আজ উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।’
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন প্রমুখ।