শ্রীমঙ্গলে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি যাত্রীবাহী মিনিবাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গলের ইউসুফপুর এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন এক আরোহী। এলাকাবাসী ও ফায়ার সার্ভসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় অন্য দুই আরোহীকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তিন মোটরসাইকেল আরোহী সুলেমান মিয়া, মিলাদ আহমদ ও ফয়জুল হকের বাড়ি মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাঁও গ্রামে।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসপি মো. আশরাফুল ইসলাম।
এদিকে দুর্ঘটনার জন্য দায়ী মিনি বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।